গ্রাম আদালতে ২ ধরনের মামলা গ্রহন করা হয় ০১) ফৌজদারী মামলা , ০২) দেওয়ানি মামলা
মামলার ফি বাবদ ফৌজদারী মামলা ২ টাকা নেওয়া হয় এবং ০২) দেওয়ানি মামলা ৪ টাকা নেওয়া হয়।
সর্বচ্চ ৭৫,০০০/= টাকা পর্য়ন্ত সমস্যার মামলা গুলোর আবেদন গ্রহন করা হয় ।
১। এই বিধিমালা ১৯৭৬ সালের গ্রাম আদালত বিধিমালা নামে অভিহিত হইবে।
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই বিধিমালায়-
(ক) “ ফরম “ অর্থ এই বিধিমালায় সংযোজিত কোন ফরমঃ
(খ) “অধ্যাদেশ “ অর্থ ১৯৭৬ সালের গ্রাম আদালত অধ্যাদেশ (১৯৭৬ সালের ৬১ নং অধ্যাদেশ)
(গ) ”ভাগ” অর্থ এই অধ্যাদেশের তফসীলের কোন ভাগ
(ঘ) আবেদনকারী” অর্থ এই অধ্যদেশের ৪ ধারার অধীন যিনি কোন আবেদন করেন।
(ঙ) “প্রতিবাদী “ অর্থ এই অধ্যাদেশের ৪ ধারার অধীন যাহার বিরুদ্ধে আবেদন করা হয়।
(চ) “ধারা” অর্থ এই অধ্যাদেশের কোন ধারা।
৩। (১) ৪ ধারার (১) উপ-ধারার মোতাবেক আবেদন লিখিতভাবে দাখিল করিতে হইবে এবং আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে এবং উহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক পেশ করিতে হইবে। (২) ১. উপ-বিধিতে বণিুত আবেদনে নিন্ম লিখিত বিবরণ থাকিতে হইবে।
(ক) যে ইউনিয়ন পরিষদে আবেদন করা হইয়াছে উহার নাম
(খ) আবেদনকারীর নাম ঠিকানা ও পরিচয়
(গ) প্রতিবাদীর নাম ঠিকানা ও পরিচয়
(ঘ) যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হইয়াছে বা মামলার কারনের উদ্ভব হইয়াছে উহার নাম;
(ঙ) সংক্ষিপ্ত বিবরনাদি সহ অভিযোগ বা দাবীর প্রকৃতি ও মূল্যয়ন এবং প্রার্থিত প্রতিকার
৩। এই বিধি মোতাবেক মামলা প্রথম ভাগের সহিত সম্পর্কিত হইলে দুই টাকা এবং দ্বিতীয় ভাগের সহিত সম্পর্কিত হইলে আবেদনপত্রের সহিত চার টাকা ফিস জমা দিতে হইবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস